উপাধ্যক্ষর বাণী


প্রফেসর  শাহ  মো. আমিনুল ইসলাম
উপাধ্যক্ষ
সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ

উপাধ্যক্ষর বাণী
প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী শীর্ষ বিদ্যাপীঠ সরকারি তোলারাম কলেজ৷ রণদা প্রসাদ সাহা, মাখন লাল ও শেঠ তোলারাম বসরাজ এর অর্থানুকূল্যে এ কলেজ প্রতিষ্ঠা করেন প্রয়াত অধ্যৰ জ্ঞান তাপস খগেন্দ্র নাথ চক্রবর্তী৷ তাঁদের অসামান্য অবদান ও নিরলস প্রচেষ্টার ফসল আজকের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি তোলারাম কলেজ৷

সরকারি তোলারাম কলেজে বর্তমান ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ২০ হাজার৷ এ কলেজে ১৪টি বিষয়ে অনার্সসহ মাস্টার্স কোর্স চালু রয়েছে৷ তাছাড়া উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিৰা শাখা), ডিগ্রি (পাস) কোর্স (বিএ/বিএসএস/বিবিএস/বি.এস-সি) ও ৯টি মাস্টার্স ১ম পর্ব চালু রয়েছে৷

শিৰার মানোন্নয়নের লৰে এ কলেজে বিভিন্ন পদৰেপ গ্রহণ করা হয়েছে৷ যেমন-কুইজ পরীৰা, ত্রৈমাসিক, ষান্মাসিক বার্ষিক পরীৰা ইত্যাদি৷ তাছাড়া কৃতি শিৰার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদানের ফলে প্রতি বছর বহু সংখ্যক শিৰার্থী জিপিএ-৫, প্রথম বিভাগ ও প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়৷ কলেজের দৰ শিৰকম-লীর আনত্মরিক প্রচেষ্টার ফসলই হচ্ছে এরূপ ফলাফল৷

কলেজে জাতীয় পর্যায়ের সবগুলো অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালিত হয়৷ তাছাড়া কলেজে শিৰা-সংস্কৃতি ও সাহিত্য চর্চার মনোরম পরিবেশ রয়েছে৷ এ লৰে প্রাক্তন অধ্যৰ প্রফেসর ড. শিরিন বেগম ‘উচ্ছ্বাস সাংস্কৃতিক গোষ্ঠী” গঠন করেছেন এবং রয়েছে নাচের প্রশিৰক৷ লেখাপড়ার পাশাপাশি কলেজে প্রতি বছর আনত্ম: ও বহি: ক্রীড়া অনুষ্ঠিত হয়৷ নারায়ণগঞ্জ জেলার বোর্ড পর্যায়ের খেলাধুলা এ কলেজেই অনুষ্ঠিত হয়৷

কলেজে বিএনসিসি, রোভার স্কাউটস, রেড ক্রিসেন্ট এর মত সেবামূলক সংগঠন রয়েছে৷ প্রতি বছর কলেজে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি পালিত হয়৷ কলেজের বিভিন্ন কর্মকা-ে বিএনসিসি, রোভার স্কাউটস সার্বিকভাবে সহায়তা করে থাকে৷

বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লৰে ২০১০ সালে কলেজে একটি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে৷ এ ল্যাব থেকে প্রতি বছর বিপুল সংখ্যক শিৰার্থী ও প্রশিৰণার্থী কম্পিউটার শিৰায় শিৰিত হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করছে৷

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতর্ৃক প্রদত্ত দুটি বাস কলেজের শিৰার্থীদের চলাচলের সুবিধার্থে ব্যবহৃত হচ্ছে৷ এতে করে দূর দূরানত্মের ছাত্র-ছাত্রীরা এ কলেজে পড়ার সুযোগ পাচ্ছে৷ কলেজে বর্তমানে একটি ওয়েব সাইট তৈরির প্রক্রিয়া চলছে অতি অল্প সময়ের মধ্যে কলেজের ওয়েব সাইট তৈরির কাজ সম্পন্ন হবে৷ কলেজে চলছে ব্যাপক উন্নয়ন কাজ৷ একটি ভবনের ভার্টিক্যাল এঙ্টেনশন ও একটি পাঁচতলা ভবনের কাজ সমাপ্তির পথে৷ কিছুদিনের মধ্যে একটি কমার্স ভবনের কাজ শুরম্ন হবে৷

কলেজে রয়েছে একটি পূর্ণাঙ্গ ছাত্রী নিবাস৷ নারায়ণগঞ্জ ছাড়াও দৰিণাঞ্চলের অনেক জেলার ছাত্রীরা এখানে থেকে লেখাপড়ার সুযোগ পাচ্ছে৷
এ কলেজে রয়েছে সুন্দর শিৰার পরিবেশ৷ শিৰক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সুন্দর পরিকল্পনা ও উচ্চ অভিপ্রায়ে প্রতিষ্ঠানটি একদিন একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হবে-এ আশাই সকলের অনত্মরে৷