Principal

অধ্যক্ষর বাণী

মহাকালের করাল গ্রাসে একদিন সবকিছুই নিশ্চিহ্ন হয়ে যায়; তথাপি আমরা মানুষেরা প্রাসাদ তৈরি করি, প্রাগ্রসর সমাজ বিনির্মাণের জন্য ঘাম ঝরাই৷ ঘাম ঝরাই; কারণ তা আমাদের অস্তিত্ব রক্ষার জন্যই করতে হয়; যদিও জানি একদিন সবকিছুই কালের স্রোতে বিলীন হয়ে যাবে৷ তবু মানুষের সভ্যতায় থেমে থাকার কোন সুযোগ নেই৷ নেই কোন সুযোগ আত্মসমর্পণের ৷

সরকারি তোলারাম কলেজ বর্তমানে নারায়ণগঞ্জ জেলা এবং এর পাশ্ববর্তী অঞ্চলসমূহে শিক্ষা বিস্তারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ৷ চল্লিশ দশকের শেষ দিকে স্বনামখ্যাত ও মহৎপ্রাণ অধ্যক্ষ খগেন্দ্রনাথ চক্রবর্তীর অন্তহীন প্রচেষ্টায় এবং সুদূর রাজস্থান থেকে আগত শ্রীযুক্ত তোলারাম বসরাজের বদান্যতায় এ কলেজটির প্রাণ প্রতিষ্ঠা পায় ৷ তারপর বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে ১৯৮০ খ্রিস্টাব্দে এই কলেজটি জাতীয়করণ করা হয়৷ শিক্ষার যে মশাল একদিন সর্বজন শ্রদ্ধেয় এবং সর্বজনপ্রিয় ব্যক্তি অধ্যক্ষ খগেন্দ্রনাথ চক্রবর্তী এ প্রতিষ্ঠানে প্রজ্জ্বলিত করেছিলেন তা হাজারো শিক্ষক ও অগণিত শুভার্থীদের অবিরাম পরিশ্রমে এখন পত্র-পল্লবে এবং পুষ্পে সুশোভিত হয়ে মহীরূপ ধারণ করেছে ৷  

বর্তমানে কলেজটিতে এইচএসসি, স্নাতক (পাস), ১৪টি বিষয়ে অনার্স, ০৯টি বিষয়ে প্রিলিমিনারি-টু-মাস্টার্স এবং ১৪টি বিষয়ে মাস্টার্স শেষপর্ব চালু রয়েছে। নতুন আরও ৩টি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু করার কার্যক্রম প্রক্রিয়াধীন। সহশিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে রোভার (5টি ইউনিট), বিএনসিসি, রেঞ্জার, রেডক্রিসেন্ট, সঙ্গীত শিক্ষার ক্লাস, আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র ও বিজ্ঞান ক্লাব ।  

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধ কর্নার এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ পাঠাগার নির্মাণ করা হয়েছে। অত্র অঞ্চলে নিন্মবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির প্রধানতম শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি তোলারাম কলেজ। বর্তমানে ‘সরকারি তোলারাম কলেজ’- এ অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫০০০ জন। সরকারি তোলারাম কলেজের সহশিক্ষা কার্যক্রম যথেষ্ট মানসম্মত।

যোগ্য নেতৃত্ব , অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতায় সরকারি তোলারাম কলেজ ক্রমাগত সমৃদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে উত্তরোত্তর। নানাবিধ সাফল্যের কারণে কলেজটি ২০১৮, ২০২০ এবং ২০২৩ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ রোভার শিক্ষক এবং শ্রেষ্ঠ শিক্ষকের সন্মান অর্জন করেছে।

২০২৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ র‌্যাংকিংয়ে ঢাকা অঞ্চলে সরকারি তোলারাম কলেজ  ষষ্ঠ স্থান অর্জন করেছে। বর্তমানে সরকারের ভিশন ২০৪১ এর সার্থক রুপায়নের লক্ষ্যকে সামনে রেখে, ঐতিহ্যের হাত ধরে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণে সরকারি তোলারাম কলেজ অবদান রেখে চলছে।

এছাড়া, প্রতিষ্ঠানের দৈনিক কার্যক্রম, ভর্তি সংক্রান্ত তথ্য, সাধারণ নোটিশ, ফলাফল এবং প্রয়োজনীয় তথ্যাবলী ইন্টারেকটিভ ওয়েবসাইটের মাধ্যমে চলমান রয়েছে ৷ যুগের চাহিদা অনুসারে এ প্রতিষ্ঠানকে আরো সমৃদ্ধ এবং যুগোপযোগী করার জন্য এ কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের সে প্রচেষ্টা ফলবতী হোক; প্রাচ্যের ড্যান্ডিখ্যাত শীতলক্ষ্যার পলি বিধৌত নারায়ণগঞ্জ এবং এর পাশ্ববর্তী অঞ্চলের অগণিত মানুষের শুভেচ্ছা সিঞ্চনে—এ প্রার্থনা আমাদের ৷

অধ্যক্ষের দ্বায়িত্ব গ্রহনের মুহূর্ত